হাওজা নিউজ এজেন্সি: যখন কোনো সাহায্যপ্রার্থী ইমাম সাজ্জাদ (আ.) কাছে আসতেন, তিনি বলতেন,
مَرْحَبا بِمَنْ يَحْمِلُ لى زادى اِلىَ الآخِرَة
স্বাগতম! সেই ব্যক্তিকে, যে আমার জন্য আখিরাতের পাথেয় বহন করে নিয়ে আসে।'
[কাশফুল গুম্মাহ, খণ্ড- ২, পৃষ্ঠা- ৭৬]
প্রয়োজনীয় ব্যাখ্যা: এই হাদিসে ইমাম সাজ্জাদ (আ.) অভাবীদের সাহায্য করাকে আখিরাতের পুঁজি অর্জনের সুযোগ হিসেবে ব্যাখ্যা করেছেন। দান-সদকা শুধু প্রয়োজন পূরণই নয়, বরং এটি পরকালীন মুক্তির মাধ্যম।
আপনার কমেন্ট